Sunday, January 10, 2010

চোষলিমা ও আমি: একটি জি-টক কথোপকথন

আমি: 'এই চোসলিমা, কাম টু জি টক'

চোসলিমা: 'জি
কি, নতুন ছক?'

আমি: 'ইয়ে,বিশেষ দরকার।'

চোসলিমা: ' যা বলার দাও সংক্ষিপ্তসার'।

আমি: 'কমিউনিজমের মারিব গাড়'

চোসলিমা: 'আবার? ওর্কুট-রতি কি হল না শেষ
মরমে পষিল না মামনির শ্লেষ,
ছিড়িবার জন্য কোথা তব কেশ?'

আমি: 'জানই তো, লং-ড্রন প্রসেস'

চোসলিমা: 'হুম, এতদিন একাই বিধিলে বাম,
মোর তরে তখন ছিল না কাম ;(
কি ব্যাপার, আজ থ্রি-সাম?;)
দেখ আজিকে যতই সাজ না চাম
অদ্যাবধি
নারীবাদী স্পেক্ট্রাম কে যদি ধরি নদী
তার এক প্রান্তে আমি, আর এক প্রান্তে তুমি
মাঝে বহি যায়, ক্লোসেট বন্দী কত পোমো,
গন্তব্য তাত্ত্বিক নো-ম্যান ভূমি'

আমি: 'না না বলছি এবারে লিখবে শুধু তুমি
কমিরা তোমায় তাড়াল
গ্রাজ তো আছেই ভাল?
না কি?

উঠাইতে চাহ স্যন্ডাল,
তা না করে লেখ
দু বাংলার কমি দের স্খ্যন্ডাল
এখানে নেই কোনো কিন্তু
মহিলা সমিতির নেত্রীর সাথে ইন্টু-মিন্টু থেকে
প্রথ্ম আলাপে তাদের দৃষ্টিতে ভোগ
লেনিনের যেমন ছিল সিফিলিস রোগ
তেমনি তাদের দিও গণ-রিয়া
এর জন্য তোমায় পুরষ্কিবে সিয়া'


চোসলিমা: 'কিন্ত্ এসকলি তো মিথ্যে, কল্পনা'

আমি: 'সাহিত্য জানিবে এক ফোলা গরম সোয়েটার
গুল দিয়ে বোনা'

চোসলিমা: 'তুমি, তুমি একটা দুষ্টু সোনা'

আমি: 'বাহ, তাহলে সে কথায় রইল'

চোসলিমা: 'দাড়ান,আজ মোর বিবেক যা সইল
তার দাম চাই, দেবেন আশা করি
আপনি মানুষটা যতই লো '

আমি: 'তোমার ঠোট খুব পুরু
তোমার প্লাক করা ভুরু
যেন শেষেরো শুরু
যেন রণে বনে গুরু'

চোসলিমা: 'প্লিজ, ঐ টি কর্বেন না?

আমি: 'কোন টি?'


চোসলিমা: 'ফ্লার্ট'

আমি: ' না করলে দেখেছি
মেয়েরা হার্ট হয়'

চোসলিমা: 'তাইলে শুনুন
আপনার ফ্লার্ট যেন
দুম করে ফার্ট যেন
কুড়ি বছর এন-আর আই এর
'রোল' কে 'পার্ট' যেন
বাংলা মিডিয়ম ছেলের জি-আর-ই ঠাট
আর
এটিকেট ডিনারে লাগা সেই হাত আর
কাস্তিঁং কাউচে শক্তির আর্ট যেন
বড়লোকি চাল তবু পরনে ওয়াল্মার্ট, আর'

আমি: 'থাক, স্টিল উ রিমেন মাই আপেল টার্ট।'

চোসলিমা: 'ধুর বাল'

আমি: 'শোনই না, এভ্রিথিং হ্যাজ ইটস ইউস'
বাই দ্য ভার্চু ওফ ইওর ঘৃনা আই'ল বি ইওর মিউজ'

চোসলিমা: 'গুড নিউজ বাট হাউ'

আমি: ' ইজি,য্ত কমির ছবি আছে তোমার কাছে
তারে কর মর্ফ ফোটো-শপ টাচে
ওদের মুখ কেটে বসিয়ে দাও মোর থোবড়া
সেই প্রথ্ম যবে দেখিনু স্প্রিঙ কোবরা
মুখ দেখে বলিবে মনে, মারি এক ব্লো
আপনা সেই গতি নিবে নভেলের ফ্লো'


চোসলিমা: 'দারুন, আর এক আইডিয়া মারিল কিক
এই নিয়ে কার্টুন বানাক অভীক'


আমি: 'খাসা খাসা, শুধু একটি হতাশা করিছে ভর
টেলিগ্রাফ সম উঠিবে না ঝড়'

চোসলিমা: 'ওহে নটবর কবে আর বুঝিবে
নারীর যন্ত্রণা, সেক্সুয়াল স্টিরিওটায়িপ
খালি স্কাইপ স্কাইপ,বিপুল তুমি দেখনি লাইফ'

আমি: 'ধুস, ওসব হাইপ, আমিও সংখ্যালঘু'

চোসলিমা: 'এ কি কথা শুনি, রঘু
কভু ভাবিনি তোমারো তরে সাথী
জাগিবে সিম্পাথি।'


আমি: 'অবশেষে জাগিল? কতবার যাস্ট কতবার
হৃদয় চেয়েছি, শুনেছ দিল দো
তোমাকেই ভজে রাইটার্স গিল্ড ও

তুমি হয়ে যাও হট
আর আমি?

মারি থার্ড লেগে শট
আর খিস্তি ফিল্ড ও'


চোসলিমা: 'কিন্ত কি তোমার সমস্যা,কোথা অধিষ্ঠান?'

আমি: 'ইহা নিশ্চয় জানিবে
আতেঁল বাতেলায় পাতিলে কান
ব্রেন ইজ দ্য হাইয়েস্ট সেক্সুআল অর্গান'

চোসলিমা: 'হ্যাঁ সেরমি তো শুনি, মানি সে কথা'

আমি: 'তাহলে বুঝিবে আমার এ ব্যথা
না, করেনি কেউ মোর পৌরুষে হ্যাটা,
যদি বল ম্যান গো
এখুনি চলে যাব তোমার সাথে প্যারিস
নাচিতে ট্যঙ্গো।
দেখিতে কার্তিক, তবু উইকি মারা তাত্ত্বিক ওগো
আমি বিকলাঙ্গ'